হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ মডেল মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন
যশোরের ঝিকরগাছায় হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ,বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সিলেটের মরহুম মনোহর আলী মাস্টারের পাখি বাড়ির সার্বিক সহযোগিতায়
এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন নান্নু মুন্সী উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মুন্সী মেহেদী হাসানের পরিচালনায় এসয়ম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জমি দাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সী এবং তার পরিবার বর্গ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ জাতি, জমিদাতা সদস্য ও প্রবাসীদের জন্য দোয়া করা হয়।
এই কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান তার দীর্ঘ ছয় বছরের স্বপ্নের মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন। মডেল মসজিদের সাথে এতিনখানা ও মাদ্রাসা তৈরির পরিকল্পনাও রয়েছে তার।