মোঃ মালিকুল আজিম
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম জেলা
সীতাকুণ্ডে জোড়আমতল,বাংলা বাজার নিবাসী শহর মিয়া প্রকাশ (হাজ্বী কালু কোম্পানী) আর নেই। সকলে রেখে চলে গেলেন না ফেরার দেশে। আজ মঙ্গলবার বিকাল ৪:১৫ ঘটিকায় উনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে উনার বয়স ৮৮ বছর। তিনি প্রায় একবছর যাবত বার্ধক্যজনীত কারণে অসুস্থ ছিলেন।
তিনি আল আমিন ইসলামি সুন্নিয়া দাখিল মাদ্রাসায় তিনি জমি দিয়েছেন। সাত জনের মধ্যে তিনি জমি দাতা একজন।
তিনি নিজ এলাকার অনেক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছেন।
বিশেষ করে তিনি মসজিদের সাথে সংযোগ ছিলেন। তিনি মসজিদ ও মাদ্রাসার অনেক খেজমত করেছেন।
তিনি জনাব নুরুজ্জামান এর দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি তিন স্ত্রী, আট পুত্র ও চার কণ্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার রাত ১০:৩০ ঘটিকায় খন্দকার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
উনার জানাযা নামাজ পড়িয়েছেন,খন্দকার জামে মসজিদের খতিব জনাব জাহাঙ্গীর হুজুর। উনার জানাযাতে প্রায় হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে দোযাতে উনার আত্মার মাগফিরাত কামনা করেন।