1. admin@dailypurbodigantonews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল গ্রেফতার ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর হেলেপড়া ঝুঁকিপূর্ণ গাছে দূর্ঘটনার আশংকা ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু। যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম

যশোর জেলার বাঘারপাড়ায় “জংশন” নাম পরিবর্তনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আবুল বাসার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত

মোঃ আবুল বাসার

নবনির্মিত যশোরের পদ্মবিলা জংশন এর নাম পরিচিতি নিয়ে রয়েছে এলাকাবাসীর সংশয় পদ্ম পিল জংশনের নাম পরিবর্তন করে রাধানগর জংশন নামের পরিচিতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কয়েক গ্রামের হাজারো মানুষ তাদের দাবি রাধানগরের ঐতিহ্য ফেরাতে অনিতি বিলম্বে রাধানগর জংশন নামে পরিচিত দিতে হবে।

বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের, এক সুনামধন্য গ্রামের নাম রাধানগর। গ্রামজুড়ে তৎকালীন সময়ে ছিল রাজাদের বসবাস এই গ্রামের বিভিন্ন স্থান আজকালের সাক্ষী হয়ে রয়েছে , রাজা বাদশার আমলে রাজা নারায়ণ চন্দ্রের একমাএ রাজকন্যা রাধার নাম অনুসারে এই গ্রামের নামকরণ রাধানগর সেই রাধানগর এখন হতভাগা বা অস্তিত্ব হারানোর নামে পরিচিতি লাভ করতে যাচ্ছে,

রাধানগরের বসবাসকারী সকলে বিনয়ী নম্র পকৃতির, শতকারা ৮০ ভাগ মানুষই সাধারণ প্রকৃতির, এই গ্রামে কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে তা অন্যদের নামে, তার ভিতর এই একটা দৃষ্টিগোচর হয়েছে লোকের দৃষ্টিনন্দন কেড়েছে যেটা (পদ্মবিলা জংশন) জংশনটি নির্মিত হয়েছে রাধানগরে কিন্তু নাম পদ্মবিলা এটা নিয়ে ঝামেলার সৃষ্টি —

এখানেই শেষ হয়নি, একই জেলা হলেও থানারও কিন্তু বিভক্তি ঘটেছে। তাই এই এলাকাবাসী ও ইউনিয়নের সর্বস্থরের জনগণের দাবি একটাই বিগত দিনে এই অনিয়মও দূনীর্তির সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

পদ্মবিলা জংশন নাম করণের পরিবর্তে রাধানগর জংশন নাম করণের দাবি করেছেন এই এলাকার সর্বস্থরের জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর