ডেক্স রিপোর্ট
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ-২০২৪ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উন্মোচন কমিউনিস্ট পার্টি’র সুযোগ্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি তার বিবৃতি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাংবাদিক, রাজনৈতিক নেতা – কর্মী সহ সর্বস্তরের লোকজন মহা উল্লাসে মেতে ওঠেছে।
এই কালো আইনে সাংবাদিক, রাজনৈতিক সহ যারা গ্রেফতার হয়ে মৃত্যুর আশংকায় ছটফট করছিল তাদের সকলকে মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। খুব দ্রুত আইন মন্ত্রনালয়ের মধ্যমে চূড়ান্তভাবে কালো আইন বাতিল করে সরকারি ভাবে প্রজ্ঞাপন দেবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বদাই সোচ্চার হয়ে শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে “উন্মোচন কমিউনিস্ট পার্টি।” গণমানুষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাবে এই রাজনৈতিক সংগঠনটি।