1. admin@dailypurbodigantonews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল গ্রেফতার ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর হেলেপড়া ঝুঁকিপূর্ণ গাছে দূর্ঘটনার আশংকা ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু। যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম

সাবেক এমপি মশিউর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত

মোঃ আবু সাইদ শওকত আলী
    ঝিনাইদহ জেলা প্রতিনিধি

  সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই, ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।শনিবার (২ নভেম্বর) রাতে কোটচাঁদপুর শহরের পিজন ক্লাবে ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি  আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, ১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের হত্যা করেছিল। অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।জুলাই আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না।

দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে। আজ হাসিনা ঠিকই পালিয়ে গেছে।বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের মাগফিরাত কামনা করে তিনি বলেন, মসিউর রহমান এই ঝিনাইদহ উন্নয়নের কারিগর। তিনি উন্নয়নে যেমন এগিয়ে ছিলেন, রাজনীতিতেও তিনি ছিলেন সেরা।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ সভাপতি আবুবকর বিশ্বাস, সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি  সাধারণ সম্পাদ আবুল কাশেম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শহিদুল ভুঁইয়া, পৌর বিএনপি  সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিলন,  উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ  তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির হিরা, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাব্বি হোসেন প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

      

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর