1. admin@dailypurbodigantonews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল গ্রেফতার ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর হেলেপড়া ঝুঁকিপূর্ণ গাছে দূর্ঘটনার আশংকা ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু। যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম

শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে সাতক্ষীরায় অনন্য উদ্যোগ

এস এম মোর্তজা আলম,সাতক্ষীরা ::
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার পঠিত

এস এম মোর্তজা আলম,সাতক্ষীরা ::

সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে কৃতী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকনের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে দিক বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পল্টু বাসার, উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা মুস্তাফিজ, বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা প্রমুখ।

আমন্ত্রিত শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, মো. আশরাফুর রহমান এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষার মান উন্নয়নে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান সহ বিদ্যালয়ে শতভাগ হাজিরা নিশ্চিত করণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন। তার সুফল বইতে শুরু করেছে। প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় এবং অনন্য উদ্যোগে ভালো ফলাফলের মাধ্যমে জেলার শিক্ষাঙ্গনের মধ্যে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় অনন্য ভূমিকা রাখবে। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রিত শিক্ষকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সহকারী শিক্ষক সানজিদা নাহার, জাহানারা খাতুন, রুপ কুমার মন্ডল, মো. মিজানুর রহমান, রমেশ চন্দ্র ঘোষ, উজ্জল চক্রবর্তী, শেখ তানজেরুল হক, মজনুর রহমান, মো. রেজাউল সরদার, রেবা মন্ডল, খাদিজা খাতুন, শাহিনা আক্তার, মো. আশিকুর রহমান, পাপিয়া খাতুন, রিনা পারভিন, মো. শাহিনুর রহমান, মো. রাজু আহমেদ প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ তানজিরুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর