ডিহিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডিহি ইউনিয়ন চ্যাম্পিয়ন
যশোরের শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান সর্দার। উক্ত খেলায় যশোর হেলাল ফুটবল একাদশ বনাম ডিহি ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে নির্ধারিত খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-৫ গোলে ডিহি ইউনিয়ন ফুটবল একাদশ যশোর হেলাল ফুটবল একাদশকে পরাজিত করে। শতশত ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিহি ইউনিয়ন ফুটবল একাদশের ইয়াসিন আরাফাত। খেলা পরিচালনা করেন নজরুল ইসলাম সবুজ। এসময় উপস্থিত ছিলেন,আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ডাঃ বাহারুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুব্বার সরদার, সাংগঠনিক সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মইনউদ্দিন, রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।