ঝিনাইদহ ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ঝিনাইদহ ক্যাডেট কলেজে তিন দিন ব্যাপী ৫৯তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি, পিএসসি । সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ মোঃ শফিক উদ্দীন, এ্যাডজুটেন্ট মেজর মোঃ সরফরাজ নেওয়াজ পিএসসি জি, মেডিকেল অফিসার মেজর নূরুজ্জামান ত’র্য, ও কলেজের শিক্ষক-কর্মচারিবৃন্দ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক, সাংবাদিক, শিক্ষকমন্ডলী ও অতিথিগন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩৮টি ইভেন্টে অংশ গ্রহন করবেন। আগামী ২৩ ডিসেম্বর তিন দিন ব্যাপী ৫৯তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।