বিল্লাল হুসাইন
যশোরের সদরে দুই দিন ব্যাপী সময় নিয়ে ১৭ ও১৮ই ডিসেম্বর ২০২৪ তারিখে (RMTP) এর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজার জাত করন উপ প্রকল্পের আওতায় চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়, চাচড়া,”লিড ফার্মার ও অন্যান্য স্থানীয় সেবা প্রদানকারীদের(মাছের ডাক্তার) উত্তম মৎস্য চাষ অনুশীলন ও মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাকিব হোসেন, বাওড় ব্যবস্থাপক বেড়েগোবিন্দপুর বাওড়,এবং ফিরোজা আরফিন সোমা ফ্রিল্যান্সার ট্রেনার, যশোর। উক্ত প্রশিক্ষণে ২৫ জন প্রদর্শণীপ্রাপ্ত সুবিধাভোগী উপস্থিত থেকে প্রশিক্ষণ লাভ করেন।
উক্ত প্রশিক্ষণে উত্তম পদ্ধতিতে মাছ চাষ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা যায়।