গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়ী থেকে ফেরার পথে ট্রাক চাপায় নিহত এসআই সাইফুল
গোপালগঞ্জে বিএনপি নেতা সিরাজুল ইসলাম এর বাড়ী থেকে তথ্য সংগ্রহ করে অফিসে ফেরার পথে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সিরাজুল ইসলাম এর বাড়ীর সামনে ট্রাক চাপায় নিহত হয়েছে গোপালগঞ্জে ডিএসবিতে কর্মরত ৩৪ ক্যাডেট এ যোগদান করা এসআই সাইফুল।।
আজ দুপুর পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।।
পুলিশ জানিয়েছে – পেশাগত কাজে দুপুরে শহরতলীর ভেড়ার বাজার এলাকায় বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এর বাড়ীতে যান এসআই সাইফুল, তথ্য সংগ্রহ শেষে অফিসের দিকে রওনা করে আসলে তার বাড়ীর সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।।
এসময় বেশ কয়েকটি ট্রাক আটক করে স্থানীয়রা।। যাচাই শেষে ঘাতক ট্রাকটিকে আটক রাখা হবে।। ময়না তদন্তের জন্য সাইফুলের মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে।।
নিহত সাইফুল, ফরিদুপর জেলার শালথা থানার নকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে