আওয়ামীলীগ নেতা পিয়ার আলীর কমেনি দাপট
২৪ এর বিপ্লবে দেশ থেকে স্বৈরশাসক গোষ্ঠী পালালেও এখনো রয়ে গেছে ক্ষমতার অপব্যবহারের ছাপ। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিয়ার আলী পিরু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন লুটে নিয়েছেন কোটি টাকা। জুলুম করেছেন নিজের মত ভিন্ন দলের সাধারণ মানুষদের উপর। সম্প্রতি ১ ডিসেম্বর এই নেতার পোতা মোঃ রিপন নিজ এলাকায় প্রবাসীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের জেরে আপত্তিকর অবস্থায় এলাকার যুবকদের কাছে হাতেনাতে ধরা পড়ে। মোঃ রিপনের পিতা মন্টু কশাই বাবার পদবীকে কাজে লাগিয়ে পূর্বে যেমন মানুষের উপর করেছেন নিপিড়ন, এবারও তার বিপরীত নয়। মন্টু কশাই এলাকার যুবকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি চেপে দেওয়ার পায়তারা করেন। পরে এ ঘটনা বিভিন্ন পত্রিকায় ছড়িয়ে পড়লে মাঠে-ময়দানে, চায়ের দোকান, বাজারে আওয়ামীলীগ নেতা পিরু কারিকর ও মন্টু কশাই বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকেন। যে যুবকরা আপত্তিকর অবস্থায় আটক করেছেন তাদের বাড়ি ছাড়ারও হুমকি দেন তারা। এ ঘটনা নিয়ে অবৈধ সম্পর্কের আরেক জন রেশমা পারভীন ও তার পরিবার কোন মন্তব্য করছেন না। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোন হদিস পাওয়া যায়নি। মোঃ রিপন ও পিতা মন্টু কশাইয়ের কাছেও মোবাইল করলে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।