লোভ নয় সততার পরিচয় দিয়ে মহান হলেন রনি
রনি(৩৩) প্রতিদিনের মত কাওলার থেকে তুরাগ পরিবহনের একটি গাড়িতে করে ইউ বাংলা মিডিয়া লি: এর বারিধারা অফিসে আসছিলেন। গাড়ি থেকে নামার আগে তার পাশে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে তার ভিতরে একটি দামি ইনফিনিক্স কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন দেখে ব্যাগটি নিজ দ্বায়িত্বে নিয়ে আসেন।রনি সাংবাদিকদের বলেন ফোন যখন আছে যার ফোন সে কল দিলে তার ফোন তাকে ফিরত দিয়ে দেবো।
৩০ মিনিট পরে সেই ফোনে কল আছে জাহাঙ্গীর নামে এক জন ফোন দিয়ে বলেন ভাই ফোনটা আমার এবং ২ লক্ষ টাকা আছে পরে ব্যাগ চেক করে ২ লক্ষ টাকা ২ টা ফাঁকা ব্যাংকের চেক দেখেত পাই। রনি ইউ বাংলা মিডিয়া লি: এর এমডিকে ব্যাংকের চেক ২ লক্ষ টাকা এবং ফোনের ব্যাপারে বললে তিনি প্রকৃত মালিককে প্রমাণ সহ দেওয়ার জন্য বলেন।
মঙ্গলবার দুপুর ১২ টায় প্রকৃত মালিক জাহাঙ্গীর এসে তার টাকা,মোবাইল, ব্যাংকের চেক সহ ব্যাগ নিয়ে যায়। তবে তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান।তবে রনিকে তার সততার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর সৌদি আরব প্রবাসী বলে জানা গিয়েছে।
রনি এম মাই ট্রাভেল- এর একজন চাকরিজীবি। মাসে সীমিত বেতনের চাকরি করলে ও অন্যের টাকার উপরে কোন লোভ নেই বলে তিনি জানান। রনি আরও বলেন, এটা আমার পরিবারিক শিক্ষা ।
ইউ বাংলা মিডিয়া লি: এর এমডি আশরাফুজ্জামান বলেন, রনি তার যে সততা দেখিয়েছে জন্য আমরা তাকে ধন্যবাদ জানায়। তিনি মহান কাজ করেছে, বর্তমান মানুষের মাঝে এই সততা পাওয়া যায় না বলে তিনি জানান।