কোটচাঁদপুর স্থানীয় বাজার গুলোতে কমেছে শীতকালীন সবজির দাম,ক্রেতাদের স্বস্তির নিশ্বাস
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার স্হানীয় হাট বাজার গুলোতে বর্তমানে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে।এর ফলে সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রত্যেক সবজির দাম গড়ে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে বলে দাবি করেছেন স্হানীয় খুচরা ও পাইকারী বিক্রেতারা। কোটচাঁদপুরের কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগুন প্রতি কেজি ৩০-৪০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর লতি ৬০ টাকা, গাজর ১০০ টাকা, প্রতি পিস লাউ ৫০ টাকা, ফুলকপির জোড়া ৬০-৭০ টাকা, টমেটো ১০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, দেশি শসা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুমুখী ৭০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৪০ টাকা, মূলা ৩০-৪০ টাকা ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।
এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে মাছের দাম। মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে কেজি ২৫০-৩০০ টাকা, বড় সাইজের পাঙাশ ২০০-২২০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২০০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, পাবদা ৪০০ টাকা, চিংড়ি ৫০০-৬০০ টাকা ও দেশি পাঁচমিশালি ছোট মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। বিক্রেতারা বলছেন, নদীর মাছের সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম কিছুটা কমেছে। মাংসের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ২০০-২১০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকা, লাল কক ৩৫০ টাকা। তবে, গরুর মাংস আগের মতোই ৬৭০-৭০০ টাকা ও খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি, মাছ ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও পেঁয়াজ ও আলুর উচ্চ মূল্য স্থিতিশীল রয়েছে। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০-১২৫ টাকা। নতুন আলু ১০০ টাকা, পুরাতন আলু ৮০ টাকায়। এদিকে, রসুন বিক্রি হচ্ছে ২৪০-২৬০টাকা কেজি দরে, দেশি আদা ১৬০ টাকা।
কোটচাঁদপুরের তালসার কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা মোঃ আব্দুল মজিদ, শরিফুল ইসলাম, আবুল বাশারও গৃহিণী শাহনাজ, রুবিনা বলেন, দাম একটু কমায় চাহিদামত কেনাকাটা করতে পারছি।