মোঃ মালিকুল আজিম
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম'র জোড়ামতলস্থ হযরত উম্মেদ আলী ফকির (রঃ) জামে মসজিদের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭/১১/২০২৪ইং তারিখে রোজ বুধবার এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ্ব রাজু কামাল সাহেব। এবং সঞ্চালনা করেন অত্র মসজিদের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম বীমা।
উক্ত সভায় সভাপতি এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ্ব রাজু কামাল সাহেব বিগত তিন বছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা করার জন্য আহবান করেন। সভায় কমিটির সদস্যরা গত তিন বছরের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এতে কমিটির সদস্যরা ও মসজিদের মুসল্লিরা সন্তুষ্টি প্রকাশ করেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আহম্মেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবর,অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রুবেল,অফিস সম্পাদক জনাব আব্দুল মান্নান, সদস্য জহুর মিঞা, পেশ ইমাম মোস্তফা কামাল, সদস্য সালে জহুর, সদস্য সিরাজ মিঞা প্রমুখ এবং উপস্থিত মুসল্লীবৃন্দ অনেকে বক্তব্য রাখেন।