1. admin@dailypurbodigantonews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল গ্রেফতার ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর হেলেপড়া ঝুঁকিপূর্ণ গাছে দূর্ঘটনার আশংকা ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু। যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম

সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও গুণীজন সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা এবং গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজ সংস্কারক মীর ফারুখ আহমেদ ও সাদা মনের মানুষ সায়েদ আলীর সার্বিক তত্বাবধানে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল নয়টায় পানিসারা প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যারা গাছ পাচ্ছে তারা যেন গাছের সঠিক পরিচর্যা করে। এখন থেকে ৬ মাস পরে এই গাছ দেখতে আবারো আসবেন বলে তিনি জানান। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার সহ ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।

সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমজেদ হোসেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, রঘুনাথনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওহাব, বেজিয়াতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ দ্বিন ইসলাম, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জব্বার সহ আরও অনেকে। অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করেন পানিসারা গ্রামের কৃতী সন্তান আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবু ও মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসান দিপু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর