সাবেক এম পি মশিউর রহমানের কবর যিয়ারতে গণ অধিকার পরিষদের রাশেদ খাঁন
ঝিনাইদহের প্রয়াত এমপি ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি মশিউর রহমানের কবর জিয়ারতে করতে যান ঝিনাইদহ জেলার কৃতি সন্তান ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁন। এই সময় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এই সময় উপস্থিত ছিলে প্রয়াত মশিউর রহমান এর বড়ো ছেলে ডা. ইব্রাহিম রহমান বাবু ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুল আলিম সহ গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন সহ গণ অধিকার পরিষদের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে।