বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা গ্রাম আদালত বাস্তবায়ন কমিটি সাতক্ষীরা সদর উপজেলা কমিটির আলোচনা সভা সদর উপজেলায় বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন কালিগজ্ঞ সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, গ্রাম আদালত পরিচালনা সাতক্ষীরা কমিটির মেম্বার ও সাতক্ষীরা।
সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ, লাবসা ইউপি সচিব আব্দুর রাজ্জাক, যথা রফিকুল ইসলাম, শেখ তানজিনর আহমেদসহ গ্রাম আদালত সমন্বয় মুরাদুল হক, নার্গিস সুলতানা। সভায় আইনশৃঙ্খলা সঠিকভাবে বাস্তবায়ন, সেবা গ্রহিতা ও বাদী পক্ষের কোনো রকম হয়রানি না হয়। প্রতিটা মানুষের আইনের বিচার পাওয়া ও জন ভোগান্তি রোধকরা। সঠিক ভাবে আইন প্রয়োগ করা ও মানুষ যেন আইন ভঙ্গ না করে। সর্বপরি গ্রাম আদালত এর বিচার সুনিশ্চিতভাবে মানুষ এর দোর গড়ায় পৌঁছনোর জন্য আমাদের কাজ করতে হবে। কোনো মামলা কারণ ছাড়া দীর্ঘদিন সময়ক্ষেপণ না করা সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার ১৪ টি ইউপির সচিব ও দায়িত্ব শীল ব্যক্তিগন।