মোঃ আজগার আলী, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাড়াটিয়া উচ্ছেদের প্রতিবাদে ও প্রিন্সিপাল অফিসার শহিদুল্লাহ হ্যারেজের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।
১৭ নভেম্বর রোববার বেলা ১২টায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সামনে সমবায় মার্কেটের দোকনদার, মালিক ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ব্যবসায়ী আবুল হোসেনের সভাপতিত্বে ও দবির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সমবায়ী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হেনরি সরদার, ব্যাংকের সাবেক কর্মকর্তা আলমগীর হোসেন, ব্যবসায়ী বাবর আলী, আব্দুল গফফার, বাবর রেজা, নুরুন নাহার, সমির সরদার, আবুল তালেব, মাহবুব, বল্টু মিয়া, তৈয়েবুর রহমান, মিজানুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় ব্যাংকের পিন্সিপাল অফিসার শহিদুল্লাহ স্বৈরাচারী সরকারের দোসর এবং তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি পূর্বের কর্মস্থলে দুনীতিসহ নান অপকর্মের কারণে সেখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছেন।
ব্যাংকের স্বঘোষিত সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্সি ও প্রিন্সিপ্যাল অফিসার মোঃ শহিদুল্লাহ হ্যারাজ কোন প্রকার অনুমোদন বা বাজেট বরাদ্দ ছাড়াই অপরিকল্পিতভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে ব্যাংকের পিছনে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন।
নির্মাণ করতে যেয়ে ছুটির দিনে গোপনে শতবর্ষি ঔষধি ছাতিম গাছ গোপনে কেটে ফেলেছেন। পুরনো ভবনের রড, দরজা, ইট গোপনে বিক্রি করে দিয়েছেন অফিসার শহিদুল্লাহ।
পুরাতন ব্যবসায়ীদের বরাদ্দ বাতিল করা হয়েছে এবং আগামী ১৫ তারিখের মধ্যে দোকান ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়েছে। এতে এই মার্কেটের ১৪ জন ব্যবসায়ী পড়েছে বিপাকে। এসময় ব্যবসায়ীরা তাদের দোকান বরাদ্দ নবায়ন ও প্রিন্সিপাল অফিসার শহিদুল্লাহ হ্যারেজের অপসারণের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। ব্যবসায়ীদের দাবী না মানলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন। এসময় ব্যবসায়ীরা নির্মাণ কাজ বন্ধ করে দেন।