সোহেল রানাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে যশোরের শার্শায় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাভারণ দারুল আমান ট্রাস্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আমীর অধ্যাপক ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা অাজিজুর রহমান।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উওর দেন।এবং একই সাথে তিনি বলেন,আল্লাহর অপার অনুগ্রহে ষড়যন্ত্র ও নিষ্ঠুর নির্যাতনের ১৭বছর পর জাতী দ্বিতীয় স্বাধীনতার মুখ দেখেছে। ছাত্র জনতার অসিম ত্যাগ ও শ্রেণী পেশা নির্বিশেষে আপামর জনগণের করুন আকুতির ফলে মহান আল্লাহর এই সাহায্য। শহীদ আব্দুল্লাহ সহ সকল শহীদদের জন্য শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা ও আহতদের পূর্ণ সুস্থতা কামনা করছি। সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের আয়না। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ লেখনীর মাধ্যমে দেশ, জাতী ও সমাজের কল্যাণে কাজ করার জন্য আহবান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক জাহাঙ্গীর আলম, যুব বিভাগ সভাপতি আবুল কালাম আজাদ, মাওলা সফিউদ্দীন প্রমুখ।
এসময় সাংবাদিক আব্দুস সালাম গাফ্ফর,আব্দুল মান্নান,আনোয়ারুল কবির, মনিরুল ইসলাম মনি, মোফাজ্জেল হোসেন রাজু, কিরন আহমেদ, সেলিম আহমেদ, নাজিমুদ্দিন জনি, সোহাগ হোসেন, সোহেল রানা, মহিউদ্দীন বাপ্পী,গাজী জয়নাল আবেদিন, শাহারুল ইসলাম রাজ, আতিকুজ্জামান রিমুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।