রামুতে সড়ক ও জনপদের জায়গাতে নিষেধাজ্ঞ অমান্য করে বাড়ি নির্মাণ করে যাচ্ছে একটি সিন্ডিকেট
বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু সে আইন যে সব ক্ষেত্রে মানা হচ্ছে না,তা বোঝা যায় কক্সবাজারের রামু উপজেলায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলার দৃশ্য দেখা দিয়েছে। ওই জায়গায়তে সড়ক ও জনপদের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ করে যাচ্ছে ওই এলাকার একটি সিন্ডিকেট।রামুর কয়েকজন বিএনপি’র স্থানীয় নেতাকর্মীদেরকে নিয়ে গিয়ে ওই এলাকায় প্রভাব খাটিয়ে সড়ক ও জনপদের জায়গায় বাড়ি নির্মাণ করে যাচ্ছে। রবিবার( ১৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় নুরুল আলম,পিতা শফিকুর রহমান ঠিকানা দক্ষিণ ডিক ফতেকারকুল ১ নং ওয়ার্ড রামু, তার ভাই দিদারুল আলম ও মোঃ মমতাজ তারা তিন ভাই মিলে এই জায়গাতে অবৈধভাবে বাড়ি নির্মাণ করে যাচ্ছে।গেল সোমবারে সড়ক ও জনপদের কয়েকজন কর্মকর্তা রামু পাঞ্জেগানা এলাকার ঢাকার মুখে গিয়ে বাড়ি নির্মাণের এসব দৃশ্য দেখে বাড়ি নির্মাণ না করার জন্য বাঁধা প্রদান করে।এই জায়গাটি -বিএস-১৬৫৮ ৮৯১৪ দাগে সড়ক ও জনপদের ৭৫ শতক এর আরএস দাগ ৫৪০৮ এই জায়গাতে মঙ্গলবার ১ টার দিকে সড়ক ও জনপদের কক্সবাজার অফিস থেকে ২ কর্মকর্তা ওই এলাকার জায়গাতে গিয়ে বাঁধা প্রদান করে ওই সময় কামরুল নামে সার্ভেয়ারও ছিলেন। এই জায়গাটি নিষেধাজ্ঞা ছিল তারা তিন ভাই মিলে নিষেধাজ্ঞা অমান্য করে স্থপনা নির্মাণ করে যাচ্ছে। রামু উপজেলা রাজারকুল ইউনিয়ন এর পাঞ্জেগানা ঢালার মূখে হাইওয়ে সড়কের পাশে এই অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে । এই জায়গায় যেন অবৈধভাবে স্থাপনা নির্মাণ না হয়,কক্সবাজার সড়ক ও জনপদের কর্মকর্তা গিয়ে ওই জায়গাতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বিগত বছরে। তবু তারা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী নিয়ে গিয়ে তাদের প্রভাব খাটিয়ে বাড়ি নির্মাণ করে যাচ্ছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে কোটি টাকার।এই জায়গাটি জবর দখল করে বাড়ি নির্মাণ করার জন্য বিএনপির নেতাকর্মীদের ভাড়া করে ওই এলাকায় জমাট করে রাখে তারা। যদিও বা সরকারি কর্মকর্তা বা কর্মচারী ওই জায়গাতে পরিদর্শনে গেলে বিএনপির নেতাকর্মীরা হুমকি প্রদান করে তবু দিন দিন এই বাড়ি নির্মাণের কাজ যাচ্ছে। এই বিষয় নিয়ে ওই এলাকার নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,রামু ক্যান্টনমেন্ট যাওয়ার পথে হাইওয়ে সড়কের পাশে সড়ক ও জনপদের কোটি টাকার জায়গাটি পরিত্যক্ত ছিল অনেক বছর ধরে।পরিত্যক্ত ছিলকে কেন্দ্র করে এই এলাকার নুরুল আলমের নেতৃত্বে এবং তারা তিন ভাই মিলে এই জায়গাটি দখল করে বাড়ি নির্মাণ করে যাচ্ছে। যদিও এই জায়গায়তে সড়ক ও জনপদের একটি নিষেধাজ্ঞা রয়েছে তবুও তারা নিষেধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন দিন বাড়ি নির্মাণ করে যাচ্ছে ফলে সরকার রাজস্ব হারাচ্ছে কোটি টাকার।সংশ্লিষ্ট প্রশাসন যেন বিষয়টি বিষয়টি খতিয়ে দেখে। এই বিষয় নিয়ে সড়ক ও জনপদের সার্ভেয়ার কামরুল নামে এক ব্যক্তি জানান,রামু পাঞ্জেগানা ঢালার মুখ এলাকায় বাংলাদেশ সড়ক ও জনপদের প্রায় জায়গা রয়েছে।কিছু জায়গাটি নুরুল আলম নামে এক ব্যক্তি জবর দখল করে বাড়ি নির্মাণ করে যাচ্ছে। এবং জায়গাটি সড়ক ও জনপদের নিজস্ব। কিন্তু তারা ওই জায়গাতে বিএনপি’র নেতাকর্মীকে নিয়ে তাদের প্রভাব খাটিয়ে দিন দিন বাড়ি নির্মাণ করে যাচ্ছে। আমরা ওই জায়গাতে নিষেধাজ্ঞা দিয়ে আসলেও তারা অমান্য করে বহুতল স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেয় তাই হবে।