মাদার তেরেছা ২৪ এর গোল্ড আওয়ার্ড পুরস্কার পেলেন সাংবাদিক এস এম বাদশা ও সাংবাদিক শেখ আনিচুজ্জামান রেজা। সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার মানবীয় ও কৃতি সন্তান মানবধিকার এবং সাংবাদিক সসিটি সভাপতি এস এম বাদশা হোসেন এবং বিএমএমএস সাধারণ সম্পাদক, ও দৈনিক যুব দৃষ্টিপাত প্রত্রিকার সত্ত্বাধিকারী শেখ অনিচুজ্জামান রেজা কে সমাজিক কাজে অবদানের জন্য মাদার তেরেছা ২৪ এর গোল্ড আওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছে। ১৩ই ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে গুনি জনে দের জন্য মাদার তেরেছা ২৪ এর গোল্ড আওয়ার্ড পুরস্কার আয়োজন করে। জাতিসংয দৃষ্টিতে সার্ক এর মনোনয়নে বাংলাদেশ থেকে গুণী ব্যক্তিবর্গ মহোদয়ের নিকট থেকে মাদার তেরেছা ২০২৪ এর গোল্ড আওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরা জেলা কৃতি সন্তান সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সাংবাদিক সংগঠন বিএমএসএস এর জেলা সাধারণ সম্পাদক এবং জেলা মানবাধিকার আইন ও সালিশের সভাপতি এস এম বাদশা হোসেন ও দৈনিক যুব দৃষ্টিপাত পত্রিকার স্বত্বাধিকারী শেখ আনিচুজ্জামান। পুরস্কার পাওয়ার পরে তিনি এস এম বাদশা হোসেন বলেন, পুরস্কার আমাদের কাজের দ্বায়িত্ব বাড়িয়ে দেয়। তিনি বলেন আজ আমাদের যে সম্মান দেখিয়ে তার জন্য আয়োজক সংগঠন এ সার্ককে ধন্যবাদ। মানবিক এস এম বাদশা দেশর মানুষের কাছে দোয়া চান তিনি যেন দেশ, জাতি, ও জনসাধারণের অসহয় ও মানবেতর সেবায় অগ্রণীভূমিকা পালন করে দেশকে আরো মানবিক ও গতিশীল রাষ্ট্র উপহার দিতে পারি l