মহারাজাহাট স্বাস্থ্য সেবা কেন্দ্রে ২ শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিল আশা সংস্থা
বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে, বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঠাকুরগাও জেলার রানিসংকৈল উপজেলার মহারাজাহাট স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রায় ২০০ শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিল আশা সংস্থা। বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন রানিসংকৈল উপজেলার দুই শতাধিক মানুষ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় চিকিৎসাপ্রত্যাশী নারী-পুরুষ সহ ছোট ছোট শিশুরাও বিনা মূল্যের এই চিকিৎসা নিতে ক্যাম্পে এসেছেন। চিকিৎসাপ্রত্যাশীরা জানান, শহরে গিয়ে ডাক্তারের ফিস, যাতায়াত খরচ অনেকের পক্ষে বেশ কষ্টসাধ্য ছিল। বাড়ির কাছে ডাক্তার আসাতে তাদের জন্য অনেক ভালো হয়েছে। টাকা-পয়সাও লাগছে না।’তাই তারা অনেক খুশি। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ একরামুল হক। উক্ত মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন ডাঃ মোছাঃ রুকসানা ইসলাম রূপা, মোঃ ইসমাইল হোসেন ইউ পি সদস্য , মোঃ আঃ রশিদ সাবেক ইউ পি সদস্য । সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ একরামুল হক বলেন, ‘এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেশার চেকসহ বিভিন্ন রোগের পরামর্শ দেওয়া হচ্ছে। চিকিৎসক হিসেবে পরামর্শ দিচ্ছেন ডাঃ মোছাঃ রুকসানা ইসলাম রূপা। তিনি বলেন আমাদের আশা সংস্থার পক্ষ থেকে গরিব মানুষ যাতে চিকিৎসাসেবা পেতে পারেন সেই চেষ্টা আমরা করেই চলেছি । এ ছাড়াও আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।