মোঃ আবু সাইদ শওকত আলী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বিশ্ব ডায়াবেটিস দিবস এর মূল প্রতিপাদ্য সু- স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার। সুস্থ দেহ সুন্দর মন হাসিখুশি সারাক্ষণ এরই ধারাবাহিকতা কে সামনে রেখে ঝিনাইদহ জেলাধীন কোটচাঁদপুর উপজেলার ডায়াবেটিক সমিতি উদ্যোগে সারা দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা সহ ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের চিকিৎসা প্রদানের ব্যবস্হা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর আঁখ সেন্টার সংলগ্ন জীবননগর টু কালীগঞ্জ হাইওয়ে রোডে অবস্থিত মুকুল খালেদা ডায়াবেটিকস হাসপাতাল ভবনের সামনে থেকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রেলী বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ডায়াবেটিস রোগের তাৎপর্য সহ প্রচার প্রচারণা ও বিশদ আলোচনা করা হয়।
অসিম কুমার কৃষ্ণর সঞ্চালনায় সেনা সদস্য মোঃ সিরাজুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শ্রী তাপস কুমার বিশ্বাস,ডাক্তার তুহিন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক,সাংবাদিক, পল্লী চিকিৎসক সহ কৃষক দিনমজুর ব্যবসায়ী সুধীজনেরা।