মোঃ আজগার আলী, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার উদ্যোক্তা সমাবেশ সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, জনতা ব্যাংক পিএলসি, এরিয়া অফিস, সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রুকনুজ্জামান।
উদ্যোক্তা সমাবেশে উপস্থিত ৩০টি ব্যাংকের মধ্য থেকে ১৩টি ব্যাংক ১৭ জন নারী উদ্যোক্তার মাঝে স্বল্প সুদে ১ কোটি ১৬ লক্ষ টাকা ঋণ বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, যারা অন্যকোন ব্যাংকের সাথে জড়িত নয় এমন ৩ জন নারী উদ্যোক্তাদের ট্রেনিং দিয়ে একজনকে ঋণ বিতারণ করা হবে এবং সাতক্ষীরা সকল ব্যাংক শাখাকে সমন্বয় করে নারী উদ্যোক্তা খুজে বের করে সঠিক নিয়মে ঋণ প্রদান করা হবে।