মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া উপজেলার সুগন্ধা আবাসিক পল্লী বিদ্যুৎ বাসা থেকে মিনার নাহার মিনা গত ২৮/১০/২৪ এ সকাল ৮:৩০ মিনিটে ভাগ্নীকে নিয়ে পটিয়া হলি চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন স্কুলে দিয়ে,আর বাসায় আসেনি।
মিনার নাহার মিনার বড় বোন শাহেদা বলেন, আমরা সব রিলেটিভ,, বন্ধু বান্ধব সব জায়গায় খুঁজ নিয়েছি। কিন্তু কোনো খোঁজ পাইনি। এখন আপনাদের সরানপন্ন হলাম,, দয়া করে কেউ যদি কোনো তথ্য পান, বা খোঁজ পান আমাদের সাহায্য করবেন।
যোগাযোগ : ০১৬২৩০৭২৬১৪
নিখোঁজ ব্যক্তির বিবরণ
নাম : মিনার নাহার মিনা
গায়ের রং: শ্যামলা
শারীরিক গঠন: হালকা পাতলা
বয়স: ১৯ বছর
উচ্চতা: লম্বা ৫ ফুট
পরনে ছিল কালো বোড়কা ও নেকাব