নড়াইলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ।
নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সদস্য মোঃ শরিফুল মোল্লা সহ একাধিক বিএনপির সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
গত ৪ আগস্ট লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে ৯ ডিসেম্বর তারিখে ২৯৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় এ নাশকতার মামলা দায়ের করেন যাহার নং ১১/২৯৬ তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
এই মামলায় লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডাসেরডাংগা গ্রামের মোঃ শরিফুল ইসলামকে আসামি করা হয়। কিন্ত শরিফুল ইসলাম লক্ষীপাশা ইউনিয়নের বিএনপির ১ নং ওয়ার্ডের সক্রিয় সদস্য। এছাড়া ওই ইউনিয়নের বিএনপির আরো নেতা কর্মীকে আসামি করা হয়েছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
একারনে ১১ ডিসেম্বর বিকালে রামপুরস্থ ঢাকা- বেনাপোল মহাসড়কের পাশে সংবাদ সম্মেলন করেন বিএনপি ওয়ার্ড কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম।
এক সংবাদ সম্মেলনে বিএনপির কর্মী মোঃ শরিফুল মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমার নাম সহ লক্ষীপাশা ইউনিয়নের সকল নেতা কর্মীর নামে যে মামলা হয়েছে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল মল্লিক,লক্ষীপাশা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান। সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম ছবি, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আকবার হোসেন,সহ সভাপতি তবিবর শেখ, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস ঠাকুর,বিএনপি নেতা মোঃ সাত্তার শেখ প্রমুখ।
বক্তরা বলেন ১৬ টি বছর হামলা,মামলার,নির্যাতনের শিকার হয়ে ও দল ত্যাগ করি নাই।আজ আওমী ফ্যাস্টিষ্ট পতনের পর আবার ও মামলার শিকার হলাম এ খুবই দুঃখ জনক। উল্লেখিত দায়ের কৃত মামলায় বিএনপির নেতা কর্মীদের আসামি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অতিসত্বর বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তাছাড়া আমাদের নেতা তারেক রহমান ও বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধানের নিকট জোর দাবি বিএনপি নেতা কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার।