মোঃ আবু সাইদ শওকত আলী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ মান সম্পন্ন প্রতিবেদন করার লক্ষ্যে ঝিনাইদহে ৩ দিন ব্যাপী “বেসিক জার্নালিজম বিষয়ক” প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী।
এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় প্রশিক্ষন সমন্বয়ক আসিফ ইকবাল কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান লিটন, সহ সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর আজাদ রহমান, সাদ্দাম হোসেন, লোটাস রহমান সোহাগ, আবু জাফর রাজু, ফয়সাল আহম্মেদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপী এই প্রশিক্ষনে মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিকেটারসহ ৩৫ জন তরুণ সাংবাদিক অংশ গ্রহণ করেন।
শনিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। সাংবাদিকদের বেসিক জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন পিআইবির প্রশিক্ষণ পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও এডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্ট এর সম্পদ ব্যক্তি নাজিয়াা আফরিন। প্রশিক্ষণ চলাকালে পিআইবির কর্মকর্তাদের শুভেচ্ছা জানাতে আসেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ ও সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু।