মোঃ আবু সাইদ শওকত আলী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজলার মহিষাভাগাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে নলডাঙ্গা ইউনিয়নের মাঠ থেকে মধ্যবয়সী অজ্ঞাত এ ব্যক্তির মরাদেহ দেখতে পাই এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, এখানে সাধারণত জেলেরা মাছ ধরতে আসে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় আশারত জেলের মাধ্যমে খবর পায়। পরে সেখান থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, নিহতের শরীরে কোন আঘাতর চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বুঝা যাবে মৃত্যুর কারণ। নিহতের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।