সোহেল রানাঃ
যশোরের ঝিকরগাছায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রঘুনাথ নগর মহাবিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রঘুনাথ নগর মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সোহরাব হোসেন এর সঞ্চালনায় এবং কলেজ অধ্যক্ষ আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,ইমাম হোসেন,শাহানারা খাতুন, মিজানুর রহমান,শ্যামল কুমার পাল,জ্যেষ্ঠ প্রভাষক মহসিন আলম মুক্তি,গাজী মোঃ সফিকুর রহমান, শিক্ষাবিদ আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।