1. admin@dailypurbodigantonews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর হেলেপড়া ঝুঁকিপূর্ণ গাছে দূর্ঘটনার আশংকা ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু। যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম

ঝিকরগাছায় রেজাউল করিম মিন্টু’র রহস্যজনক মৃত্যু

ডেক্স রিপোর্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

ডেক্স রিপোর্ট

যশোরের ঝিকরগাছা থানাধীন ০৭’নং নাভারন ইউনিয়নের বায়সা চাঁদপুর মেঠোপাড়া মাঠের চাঁদপুর-আশিংড়ী গামী রাস্তার পাশে জৈনক আনসার আলী’র মেহগনি বাগানে, (২৬ সেপ্টেম্বর ২০২৪) বৃহস্পতিবার সকাল আনুমানিক সময় ০৯:৩০ মিনিট থেকে ১০:০০’টার মধ্যে ” মোঃ রেজাউল করিম মিন্টু (৪৫) -এর মৃতদেহ উদ্ধার করা হয়।

যশোরের ঝিকরগাছা থানার বায়সা চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রউফ -এর ছেলে ” মোঃ রেজাউল করিম মিন্টু (৪৫) ,.. মৃত রেজাউল করিম মিন্টু পেশায় একজন কৃষক, কৃষি কাজের পাশাপাশি তিনি সবজির ব্যবসা করেন। মোঃ রেজাউল করিম মিন্টু, গত (২৫ সেপ্টেম্বর ২০২৪) বুধবার, আনুমানিক বিকাল ০৩:০০’টার সময় তার নিজ বাড়ি থেকে চাঁদপুর মেঠোপাড়া মাঠে তার নিজ জমির পটল ক্ষেত পরিচর্যার উদ্দেশ্যে বের হয় এবং পরবর্তীতে আর বাড়ি ফিরে আসে নাই। এমতাবস্থায় অদ্য (২৬ সেপ্টেম্বর ২০২৪) বৃহস্পতিবার, সকাল আনুমানিক ০৯:৩০ মিনিট থেকে ১০:০০’টার মধ্যবর্তী সময়ে, ০৭’নং নাভারন ইউনিয়নের বায়সা চাঁদপুর মেঠোপাড়া মাঠের চাঁদপুর-আশিংড়ী গামী রাস্তার পাশে জৈনক আনসার আলী’র মেহগনি বাগানের মধ্যে উলঙ্গরত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

ঘটনা সূত্রে জানা যায় যে, বায়সা চাঁদপুর মেঠোপাড়া মাঠের চাঁদপুর-আশিংড়ী গামী রাস্তায় পায়ে হেঁটে যাওয়ার পথে, রাস্তার পাশেই জৈনক আনসার আলী’র মেহগনি বাগানে উলঙ্গরত অবস্থায় ” মোঃ রেজাউল করিম মিন্টু’র মৃত দেহটি প্রথমেই দেখতে পান ” হালিমা খাতুন। ” হালিমা খাতুন, স্বামী – তোফাজ্জেল, গ্রাম – আশিংড়ী, থানা – ঝিকরগাছা, জেলা – যশোর। ” হালিমা খাতুন মৃতদেহ’টি দেখামাত্রই তার ডাকাডাকি চিৎকারে ঘটনাস্থলে স্থানীয় লোকজন উপস্থিত হয় এবং উপস্থিত জনতার মাধ্যমে ঘটনার বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশ’কে জানানো হয়। ঝিকরগাছা থানা পুলিশ সংবাদ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন।

তথ্যসূত্রে আরও জানা যায় যে, নিহত ” মোঃ রেজাউল করিম মিন্টু’কে গত (২৫ সেপ্টেম্বর ২০২৪) বুধবার, রাত আনুমানিক ০৮:০০ দিকে আশিংড়ী বাজারে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ বিষয়ে নিহত ” মোঃ রেজাউল করিম মিন্টু’র ছোট ভাই ” আশরাফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা কিছুই জানিনা, কিভাবে মারা গেলো তাও বুঝতে পারছি না। তবে আমার ভাই মোঃ রেজাউল করিম মিন্টু অসুস্থ ছিলেন, তবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান যে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট আমরা হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ আমরা জানতে পারবো, সেই সাথে আপনাদের কেউ মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর