মোঃ সুমন হোসেন, ঝিকরগাছা (যশোর) :
যশোরের ঝিকরগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড মোবারকপুর গ্রামের ” আব্দুর রহমান -এর একমাত্র পুত্র ইসরাফিল হোসেন (৮), শুক্রবার (৮ ই নভেম্বর) দুপুরে পানিতে ডুবে মারা যায়।
নিহত ইসরাফিল হোসেন তার বন্ধু প্রতিবেশী তাসকিন একসাথে শুক্রবার দুপুরে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বড়শী দিয়ে কপোতাক্ষ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে কপোতাক্ষ নদের পানিতে পড়ে যায়, নিখোঁজ হয় ইসরাফিল। পরে তাসকিন বাড়িতে এসে বিষয়টি পরিবারকে জানালে পরিবার সহ প্রতিবেশীরা মিলে কপোতাক্ষ নদে খোঁজাখুঁজি করেও পায়না ইসরাফিল’কে। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরও পাওয়া না যাওয়ায় ” ঝিকরগাছা ফায়ার সার্ভিস’কে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিস কর্মীরা শুরু করেন খোঁজাখুঁজি, খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ০৩:০০ টার দিকে ইসরাফিল -এর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই ইসরাফিল’কে নেওয়া হয় ” ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
এঘটনায় ঝিকরগাছা থানার এসআই মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন, সেই সাথে বিভিন্ন তথ্য সহ মৃতদেহের সুরোতহাল সংগ্রহ করে রিপোর্ট তৈরি করেন। জানা গেছে যে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই শুক্রবার রাতেই দাফন কার্য সম্পন্ন করা হবে।