ঝিকরগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ও ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর)বাঁকড়া ডিগ্রী কলেজে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত থানা বাঁকড়া আঞ্চলিক শাখা ঝিকরগাছার সভাপতি গাজী আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। এছাড়া বাঁকড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল ছাত্রদলের নেতাকর্মী সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম নাঈম ,সাধারণ সম্পাদক জুলফিকার শাওন,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রাসেল,সিনিয়র সহ-সভাপতি সোহাগ
হোসেন ,তথ্য ও গবেষণা সম্পাদক ইব্রাহিম হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।