মোঃ মালিকুল আজিম( মালেক)
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম’র সীতাকুণ্ডস্থ বাড়বকুণ্ড এলাকায় নডালিয়া গ্রামে জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে ২০২৪ এর বীর শহীদদের স্মরণে মানবিক নডালিয়া যুব ফাউন্ডেশন উদ্যোগে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় বৃক্ষ রোপন ও বিতরন সম্পন্ন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা জজ কোর্টের সম্মানিত এডিশনাল পিপি, দিশারি যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়্যারম্যান জনাব এডভোকেট সারোয়ার লাভলু।
বিশেষ অতিথি ছিলেন সংগঠক প্রফেসর জনাব নাজিমুদ্দিন রাশেদ,সংগঠক জনাব নুর খান, আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আবু জাফর, বর্তমান সভাপতি জনাব মোহরম আলী,সহ-সভাপতি জনাব আবদুল মুমিন,সাধারণ সম্পাদক জনাব নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক জনাব আজহারুল ইসলাম নাঈম,সদস্য সাকিব,সজিব, আল আমিন প্রমুখ।
এই সময় স্লোগান ছিলো,
” দেশের বায়ু দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি ”