সোহেল রানাঃ
যশোরের ঝিকরগাছায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত১০টার দিকে উপজেলার বাঁকড়া বাজারের বিভিন্ন এলাকায় বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় অতিথিবৃন্দ শারীরিক প্রতিবন্ধী,অন্ধ, বৃদ্ধ ও অসহায় ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বলেন, প্রচণ্ড শীত পড়ছে। সাধারণ মানুষ এই শীতে অনেকটা বিপর্যস্ত। তারা যেন শীত থেকে পরিত্রাণ পেতে পারে এজন্য আমাদের এ চেষ্টা। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী, অন্ধ নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ফুল উৎপাদক ও বিপনণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বিদ আতাউর রহমান, সিমলা বিশ্বাস, সাংবাদিক সোহেল রানাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।