1. admin@dailypurbodigantonews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল গ্রেফতার ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর হেলেপড়া ঝুঁকিপূর্ণ গাছে দূর্ঘটনার আশংকা ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু। যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম

চট্টগ্রামের পটিয়ায় চাচার চুরিকাঘাতে,ভাতিজা রাশেদ খুন।

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিষয় নিয়ে তুচ্ছ ঘটনাযর জের ধরেই চাচার ছুরিকাঘাতে ভাতিজা মো. রাশেদ (২৩) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার ১৬ নভেম্বর রাত এগারোটার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। সে পোশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তার দেড় ২ বছর বয়সী ও ৪ মাস বয়সী দুটি অবুঝ ছেলে সন্তান রয়েছে। 

এদিকে, ঘাতক চাচা জালাল উদ্দিন (৪৫)। তার পিতার নাম রাজা মিয়া বলে জানা গেছে। 

নিহত রাসেলের আরেক চাচা নাছির মিয়া বলেন,, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। ছোট বেলা থেকে দাদা-দাদী তাকে লালন পালন করে বড় করেন। আমার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রাম ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পায় তার একটি তোশক ভাতিজা বিছানা করে ব্যবহার করছে। এনিয়ে চাচার মধ্যে কথাবার্তার এ পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা জালাল একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত উপর্যপোরি আঘাত করেন। এসময় গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় আমি তাকে পটিয়া হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার রাসেলকে মৃত ঘোষণা করে। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী বলেন, রাত ১১টার পর গলার ডান পাশে জবাই করা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে হাসপাতালে আসার আগেই মারা যায়। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও আমাদের ফোর্স আছে। ঘাতক চাচা জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। 

জানা যায়, আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর