মশিউর রহমান রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আনিসুর রহমান(৪০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২৩ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ একটি আম বাগান থেকে এই লাশ উদ্ধার করেন। মৃত আনিসুর রহমান(৪০)এর বাড়ি উপজেলার মনিগ্রাম ইউপির তুলশীপুর গ্রামের শামসুল হকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ৬ টার দিকে বাঘা-চারঘাট সড়কের বিদ্যুৎ মোড়ের জমসেদ আলীর বাড়ির পেছনে আম বাগানে একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবরদেয় স্থানীয় লোকজন। এরপর বাঘা থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আনিসুর কেন খুন হয়েছে ? তার রহস্য এখন পর্যন্ত জানা যায়নি।
মৃত আনিসুর রহমানের ভাই হাফিজ উদ্দিন জানান ,আমার ভাই একজন নিরিহ সৎ মানুষ। তিনি শুক্রবার সন্ধ্যায় মনিগ্রাম বাজারে ছিল। এরপর রাতে বাড়ি ফিরেনি। আমরা অনেক খুজেও তাকে পাইনি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, লোক মুখে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। তবে খুনের রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।