শামীম হোসেন।
রবিবার (২৪ নভেম্বর) বিকাল পৌঁনে ৪ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় হেড কোয়াটার্সের মেইন গেটে নূরনগর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তরুণ হরিণটানা থানার মীরেরঘাট এলাকার মোঃ আব্দুল ওহাবের ছেলে মো: সিরাজুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার লাভলী আক্তার। তিনি বলেন, উক্ত তরুণ মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। একটি সিএনজি উক্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে তরুনটি গাড়ি থেকে রাস্তার ওপর পড়ে গেলে পেছনে থাকা যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস ওই তরুনের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং পুলিশের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় ।