এক যুগের বেশি সময় পর মোস্তফা সারোয়ার ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ‘৮৪০’ নিয়ে। ট্যাগলাইনে লেখা হয়েছে, ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। তবে, এবার কেবল টিভির পর্দাতেই নয়, ৮৪০ দেখা যাবে সিনেমা হলে এবং ওটিটিতে। রবিবার (৮ ডিসেম্বর) ট্রেলার রিলিজ করে এমনটি জানালেন নির্মাতা।
স্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ট্রেলার নিয়ে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মাঝে। ১৩ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা প্রেস বিজ্ঞপ্তিতে তিশা জানিয়েছেন, ‘৮৪০’ ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেলার রিলিজের পর থেকেই বেশ সাড়া পড়েছে দর্শকদের মাঝে। সবার মনেই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ৮৪০। দর্শকদের জন্য সুখবর হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী। ৮৪০ সিনেমায় আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।