মোঃ আবু সাইদ শওকত আলী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড তালসার গ্রামের বর্তমান সবচাইতে প্রবীন এই মহিলা। এই বৃদ্ধার বয়স এলাকার মানুষের কাছে জানা যায় আনুমানিক ১০৫ বছর কিন্তু এই বৃদ্ধার বয়স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ৯৫ বছর। তিনি আরও বলেন আমার আজ থেকে সাত বছর আগে বয়স্ক ভাতা হয়। আমি সাত বছর ধরে ভাতা পাচ্ছি কিন্তু বর্তমান সময়ে এসে আমার ভাতার বই বাতিল করেছে। আমি জানতে পারি আমার জাতীয় পরিচয় পত্রে আমার বয়স হয়নি।
আমার পরিচয় পত্রে জন্ম তারিখ লিপিবদ্ধ হয়েছে ১০ ই সেপ্টেম্বর ১৯৭২ ইং জাতীয় পরিচয় পত্র আই ডি নং ৯৫৬ ১৪৮ ৫৬৭৪।আমি সমাজ সেবা অফিসে জানতে পারি আমার বয়স ৬২ বছর আই ডি কার্ডে হতে হবে। আর যদি না হয় আমার ভাতার বই বাতিল বলে গন্যহবে।ভুলকরে নির্বাচনী তথ্য সংগ্রহ কারী আমার বয়স বর্তমান ৪৮ বছর লিপিবদ্ধ করেছেন। তিনি আর ও জানান আমার মেজ ছেলের বয়স ৬৮ বছর আমার ৪৮ বছর কি ভাবে লিপিবদ্ধ করেন। আমি যাহাতে আমার ভাতা পাইতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।