1. admin@dailypurbodigantonews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের অভয়নগর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর হেলেপড়া ঝুঁকিপূর্ণ গাছে দূর্ঘটনার আশংকা ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু। যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ। ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক,সাইফ হোসেন কে কুপিয়ে জখম

কোটচাঁদপুরে সড়কের ইট তুলে প্রাচীর নির্মাণে বিপাকে প্রতিবেশীরা

   মোঃ আবু সাইদ শওকত আলী  ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত

কোটচাঁদপুরে সড়কের ইট তুলে প্রাচীর নির্মাণে বিপাকে প্রতিবেশীরা

কোটচাঁদপুরে এলাঙ্গীতে সড়কের ইট তুলে  সেই ইট দিয়ে প্রাচীর নির্মান করেছেন সড়কের প্রবেশ পথে । এতে করে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার ২০ পরিবারের মানুষ। রাস্তা বন্ধ করার এমন অভিযোগ উঠেছে কোটচাঁদপুর উপজেলা এলাঙ্গী ইউনিয়নের জগদীশপুর গ্রামের সুকেশ হালদারের বিরুদ্ধে । ওই ঘটনার  প্রতিকার চেয়ে নির্বাহী অফিসার,  সহকারী কমিশনার (ভূমি), মডেল থানা, বিআরডিবি অফিসার  বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী গোলাপ হালদার। ভুক্তভোগী গোপাল হালদার বলেন, ইউনিয়নের  জগদীশপুর হালদার পাড়া। ওই পাড়ায় বসবাস করেন ২০ টি পরিবার। যাদের চলাচলের কোন রাস্তা ছিল না। ওই পরিবারগুলো মানুষের বাড়ির উপর দিয়ে চলাচল করতেন। এরপর অনেক জায়গায় ঘোরাঘুরি করে গেল ০৭/০৬/২০২৩ তারিখে ইউনিয়ন পরিষদের  অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (২য় সংশোধিত) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কোটচাঁদপুরের  অধীনে ওই ২০ পরিবারের চলাচলের রাস্তা নির্মিত হয়। যে রাস্তাটি গেছে  জগদিশপুর গ্রামের সুবলের বাড়ির উত্তর পাশ দিয়ে আমার বাড়ি পর্যন্ত। সে থেকে ওই রাস্তাটি দিয়ে আমরা নির্বিঘ্নে চলাচল করে আসছিলাম। বিষয়টি নিয়ে গত ১৮/১১/২০২৪ ইং তারিখে সুবল হালদার বাদি হয়ে  ১৪৪ ধারা ও ১৪৪/১৪৫ ধারায় ঝিনাইদহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে  দু’টি মোকাদ্দামা দায়ের করেন। এ সব করেই চুপ থাকেননি সুবল হালদার। গত ০৯/১২/২০২৪ ইং তারিখের মধ্যরাতে চলাচলের রাস্তার ইট তুলে নিয়ে যায় সুকেশ, সুবল সহ তাঁর সহযোগীরা। আর কিছু ইট রাস্তার পাশে ফেলে রেখে যান । দেওয়াল তৈরি করেছেন চলাচলের রাস্তায়। বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ব্যক্তিবর্গ দু ‘বার শালিসে বসাবসির পরেও কোনো লাভ হয়নি।  এ কারনে ঘটনার প্রতিকার চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। ভুক্তভোগী পরিবারের মানুষেরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সুকেশ হালদার বলেন,গোপাল হালদার আওয়ামী লীগ করেন। ইউনিয়ন চেয়ারম্যান মিজানর রহমানের  সঙ্গে তাঁর ছিল সখ্যতা। সে সুবাদে তিনি ওই সময় চেয়ারম্যানকে দিয়ে জোরপূর্বক এ রাস্তা নির্মান করেন। রাস্তার ইট তুলে কারা দেওয়াল নির্মান করেছেন এমন প্রশ্নে তিনি বলেন, মোবাইলে না বলে এ বিষয়ে আপনার সাথে সাক্ষাতে  কথা বলব।  সুকেশের ছেলে সোহাগ কুমার  বলেন, ইট আমরা তুলিনি, তুলেছে বিএনপির ছেলেরা । নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক মানুষ অভিযোগ করেন, সুকেশ হালদার টাকাওয়ালা লোক,  টাকার বিনিময়ে সব করছে । তারাই রাস্তার ইট তুলেছেন। আবার ওই ইট দিয়ে তাদের চলাচলের রাস্তায় দেওয়াল নির্মান করেছেন। কারন এতে সুবিধা ভোগ করছেন তৃতীয় পক্ষ আর দূর্ভোগ প্রহাতে হচ্ছে   নিজেদের। কারন হিসেবে তারা বলেন, সুকেল হালদার ও গোপাল হালদার সম্পর্কে মামা – ভাগ্নে। সে সময় তাদের মধ্যে সম্পর্ক ভাল ছিল। এ কারনে রাস্তা হয়ে ছিল। এখন কি ঘটেছে  আমাদের জানা নাই। তবে রাস্তা বন্ধ রয়েছে এটা দেখেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  জান্নাতুল মাওয়া বলেন, এ সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। তবে এটা কোন সরকারি রাস্তা না। সরকারি রাস্তা হলে আমাদের অফিস থেকে ব্যবস্থা নিতে পারতাম। তারপর ও আমি আবেদনটি নিয়েছি। তিনি বলেন,যেহেতু রাস্তাটি নির্মাণ করেছেন বিআরডিপি বিভাগ। সেহেতু এ বিষয়টি ওনারা দেখবেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছাঃ শায়লা শারমিন বলেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি। ওই প্রকল্পটা দেখাশোনা করেন মুনসুর  সাহেব উনাকে নির্দেশ দিয়েছি ব্যবস্থা গ্রহণ করার। সেই সময় সবার সম্মতি ক্রমেই রাস্তা তৈরি করা হয়েছিল।  যে ইট গুলো উঠিয়ে ফেলেছে সে অন্যায় করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর