মোঃ আবু সাইদ শওকত আলী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম,বাংলা মদ ও নগদ টাকাসহ আট জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় জুয়ার বোর্ডের মালিক হারুনসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।আকটকৃত হলেন,কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সেলিম,একই উপজেলার পারলাট গ্রামের ওয়াহাবের ছেলে বাবর আলী, আব্দুল কাদেরের ছেলে আসাদুল হক,ঝিনাইদহ শহরের নতুনকোর্টপাড়ার আইয়ুব মুন্সির ছেলে মা: শাহিন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ফকির আহম্মেদের ছেলে মোঃ রবিউল ইসলাম,একই গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে মনির উদ্দীন,কোটচাঁদপুর আদর্শপাড়ার মালেক সরদারের ছেলে অমেদুল সরদার ও ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর গ্রামের নাওশাদ শাহ’র ছেলে আহসান হাবিব।অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ১৩ হাজার ৬৫৯ টাকা,জুয়ার ওয়ান টেন বোর্ড,ডার্ক পিন,জুয়ার গুটি,মদ,মোমবাতি,গোলাপ পানি ও বেশ কয়েকটি মোবাইল সেট জব্দ করে।
আটককৃতারা পুলিশকে জানিয়েছেন,ঝিনাইদহের বিপ্লব ও কোটচাঁদপুরের হারুন এই জুয়ার বোর্ডের মালিক। ৫ আগস্টের পর কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামে এই চক্রটি গোপনে জুয়া খেলা চালিয়ে আসছিল।
কোটচাঁদপুর মডেল থাকার ওসি কবির হোসেন মাতুব্বর খবর নিশ্চিত করে বুধবার দুপুরে জানান,আটক জুয়াড়িদের বুধবার সকালে কোর্টে চালান করা হয়েছে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।