এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৫৭) কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার মজিদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম এঁর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মো: হেলাল উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন কে ১০৫ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করে। রুহুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গাঁজাসহ মাদক সম্রাট রুহুল কে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।