মোঃ আবু সাইদ শওকত আলী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি,মোঃ হুসাইন আহমেদ এবং সঞ্চালনায়, সাধারণ সম্পাদক, মোঃ তালহা জুবায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সুহাইল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “পৃথিবীর শান্তি বিনষ্টের প্রধান কারণ হলো পাশ্চাত্যের আধিপত্যবাদী শক্তি। অথচ তারাই শান্তির মিথ্যা প্রতিশ্রুতি দেয়। প্রকৃত শান্তি এবং কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার একমাত্র দৃষ্টান্ত ইসলামেই বিদ্যমান। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনার প্রতি ফিরে আসতে হবে।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য ইসলামী ছাত্রশিবিরে যুক্ত করা নয়; বরং মুসলিম হিসেবে আল্লাহর প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেওয়া।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে ইসলামী ছাত্রশিবিরের লোগো সম্বলিত কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান মিঠু, জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আবু তালেব, এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সমাপনী বক্তব্য শেষে নবীন শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।