৷সালমা আক্তার,রিপোর্টার কুমিল্লা
কসবা উপজেলা বিআরডিবি নির্বাচনে আজ ১৪ /১১/২০২৪ ইং নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ৩ জন মোট ভোটারের সংখ্যা ৩২৫ জন ১২২ ভোট পেয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জিয়াউল হুদা শিপন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আইয়ুম খান পেয়েছে ৮২ ভোট, জানা গেছে জিয়াউল হুদা সিপন সাবেক জন প্রিয় একজন ছাত্র নেতা, কসবা পুরাতন বাজারের ব্যবসায়ী সমিতির দির্ঘ দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন,
জিয়াউল হুদা শিপন জানায় উনার বাবা সাবেক মেম্বার মো: মতি মিয়া মেম্বার এর সুযোগ্য সন্তান জিয়াউল হুদা শিপন , ওনার বাবা ও সাবেক উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান ছিলেন, নব নির্বাচিত চেয়ারম্যান বলেন আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি।
এই সমিতির বহু সম্পদ অবৈধ দখলে ইনশাআল্লাহ আমি এই সম্পতি পুনরুদ্ধার করব , ও সমিতিকে একটি শক্তি শালি উপজেলা কৃষক সমবায় সমিতি হিসেবে গড়ে তুলবো , সবাই কে নিয়ে কাজ করব জেন কৃষকদের কাজে সহযোগিতা করতে পারি।