কলকাতার এস এস আর গ্লোব সিনেমার, স্ক্রীন টুতে, শুভ মুক্তি পেল ..পথপতঙ্গ...।
আজ ১৩ই ডিসেম্বর শুক্রবার, ঠিক বিকেল ছটায়, কলকাতার এস এস আর গ্লোব সিনেমার, স্ক্রীন টুতে শুভ মুক্তি পেল, অরোরা ফিল্ম কর্পোরেশন প্রোডাকশন ও লেখক ও পরিচালক রাজদ্বীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি একটি নতুন ধরনের বাংলা ছবি,.... পথ পতঙ্গ... যে সিনেমাটির মধ্য দিয়ে একটি ট্রেকলাইন ব্যবহার করেছেন..... পথের সিনেমা- পথ ভাঙ্গার সিনেমা, এই ট্রেক লাইনের মধ্য দিয়ে দর্শকদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন।
ছবিটির মধ্যে যারা অভিনয় করেছেন, সীমা বিশ্বাস, শুভঙ্কর মহান্ত, জয় সেনগুপ্ত, বৈশাখী রায় ,অমিত সাহা, তানিস্থা বিশ্বাস, অনিন্দিতা ঘোষ, জনার্দন ঘোষ, সৌরজ্যোতি চ্যাটার্জী সহ অন্যান্যরা।
মিউজিকে অভিজিৎ কুন্ডু, উপস্থিত অরোরা ফিল্মসের অঞ্জন বোস। এক্সিকিউটিভ প্রডিউসার প্রদীপ বাগ, কষ্টিউম ডিজাইনে রাজদীপ পাল ,শর্মিষ্ঠা মাইতি টনি কর, সৌরভ কুমার লাহিড়ী,
এছাড়াও ছবিটি দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিরেক্টর ও পরিচালকের মধ্যে , কুমার বোস, পারমিতা মুন্সী সহ অন্যান্যরা,
ছবিটি শুভ সূচনার মুহূর্তে, ফলের উপস্থিতিতে একটি কেক কেটে শুভ সূচনা করেন, শুধু তাই নয়, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন, কতক্ষণ এই ছবিটি মুক্তি পাবে, ঠিক সন্ধে সাড়ে ছটায়, সাড়ম্বরী মুক্তি পেল হলে.. পথপতঙ্গ... সবার উপস্থিতিতে,
কিছুটা ছবি হলে চলার সাথে সাথেই, হল ভর্তি দর্শকদের মন ভরিয়ে দেয় সিনেমাটি, হলের মধ্যেই দারুন হয়েছে বলে হাততালি দিতে থাকেন, বলেন একটি সুন্দর ঘটনা আমরা দেখতে পেলাম সিনেমার মধ্য দিয়ে, কিভাবে একটা মানুষকে উপরে তুলতে পারে নিচু থেকে।
পরিচালক গল্পের সাথে সাথে যে স্থানগুলি ব্যবহার করেছেন এবং এতটাই মিল রেখেছেন বলার কথা নয়। অত্যন্ত গ্রাম থেকে শহর কেন্দ্রিক ছবিটি। কিভাবে পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে উপরে উঠতে হয় ছবিটির মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন।
সিনেমায় অভিনীত যাহারা মূল ভূমিকায় অভিনয় করেছেন, একটা কথায় বলেছেন, আমরা নিজেদের চরিত্রগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এবং পরিচালকের নির্দেশ মতো, যাহারা ছবিটি দেখছেন, তাহারা মতামত দেবেন কেমন লাগলো, ঝড়-বৃষ্টি সব কে পিছনে ফেলে আমরা ছবিটি তৈরি করার চেষ্টা করেছি, অনেক বাধা অতিক্রম করে, সিনেমা প্রেমী ও দর্শকদের বার্তায় পৌঁছে দেবে অন্যান্য সিনেমাপ্রেমীদের কাছে। এটুকুই আমারা আশা করব, এবং দর্শকদের ভালো লাগলে আমরাও হয়তো আরও কিছু সিনেমার কাজে সুযোগ পাবো,
ধন্যবাদ জানাবো, সকল ডিরেক্টর ,প্রডিউসার, মিউজিক ডিরেক্টর, পরিচালকদের, আমাদেরকে এইরকম সিনেমায় সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ জানাবো মিডিয়া বন্ধুদের, যাহারা এই সিনেমাটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এই ধরনের সিনেমা আরো তৈরি হোক, বাংলা সিনেমা আরো তৈরি হোক, দর্শকদের বাংলা সিনেমা দেখার আগ্রহ বারুক এইটুকু কামনা করি। আলে আমরাও কাজ করার সুযোগ পাবো।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ