কবি হেলাল হাফিজের মৃত্যুতে বাংলাদেশ কংগ্রেসের শোক
দেশ বরেণ্য কবি ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজি রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম।
গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় —অমর এ পংক্তির স্রষ্টা তিনি। ১৯৮৬ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ ব্যপকভাবে পাঠক নন্দিত হয়েছিল। সৃষ্টিশীল এই ব্যক্তিত্বের প্রয়াণে জাতির অপূরণীয় ক্ষতি হলো। মহান আল্লাহ যে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।