সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগন হারুন গাজী (৩৪) আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি,জোর পূর্বক জমি দখল, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।
৬ ই ডিসেম্বর শুক্রবার আনুমানিক ১২ টায় শ্যামনগর থানা পুলিশের একটি দল তকে থানায় নিয়ে গিয়েছেন বলে নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত অফিসার। তবে নির্দিষ্ট কোন অভিযোগের আটক করা হয়েছে জানাতে পারেনি কর্তব্যরত অফিসার ।
শ্যামনগরের নুরনগর ইউনিয়নেন হরিপুর গ্রামের
হান্নান গাজীর ছেলে, হারুন গাজী(৩৩)।
এলাকায় একাধিক মানুষের হারুন গাজীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন গত সরকারের আমলে সে এমপি দোলনের ছেলের ক্ষমতা বলে বিএনপি করার অপরাধে একাধিক মিথ্যা ভুতুরে মামলা করেন নীর অপরাধ মানুষের নামে। এলাকাবাসী জানান হারুন গাজীর আপন চাচা হামিদ গাজীকে মামলার শিকার হতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ বলেন হারুন এনআরবিসি ব্যাংক এর মতো সুনামধন্য একটি ব্যাংকে চাকরি করে যার অপকর্মের লিস্ট এত।
অপকর্মের জন্য গ্রামবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।