অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের মূল শুমারির প্রশিক্ষণ শেষ হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পে ” অর্থনৈতিক শুমারি ২০২৩” মূল শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
প্রকল্পের অংশ হিসাবে গত ০৫ ডিসেম্বর ২০২৪ থেকে ০৮ ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত ৪ দিন ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়,।প্রশিক্ষক ছিলেন সীতাকুণ্ড উপজেলার কর্মকর্তা, ৮নং সোনাইছড়ি ও ৯নং ভাটিয়ারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জোনার অফিসার জনাব মোঃ আল আমিন। এতে ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ ও ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৫৫ জন তথ্য সংগ্রহকারী ও ৯জন সুপারভাইজার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
প্রশিক্ষণের শেষ দিনে ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের পক্ষ থেকে সুপারভাইজার জনাব মুহাম্মদ আলাউদ্দিন আল হাসনাইন, জনাব মোঃ ইব্রাহিম, জনাব মোঃ সৈকত আলী এবং তথ্য সংগ্রহকারী ও সাংবাদিক মালিকুল আজিম প্রমুখ প্রশিক্ষক জনাব আল আমিন মহোদয়কে প্রীতি উপহার তুলে দেন।