প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ
অভয়নগরে নৈশ-কালীন ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে সিরাজকাটি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউট বিজয়ী
অভয়নগরে নৈশ-কালীন ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে সিরাজকাটি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউট বিজয়ী
যশোর অভয়নগরে বিজয়ের মাসকে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বরণ করতে সামাজিক ভার্সিটি আয়োজিত ১৬ দলীয় নৈশ ফুটবল টুর্নামেন্টেটি গত ১৩ই ডিসেম্বর সন্ধায় অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান,নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবাদুলম করিম,পৌর ৭নং ওয়ার্ড সভাপতি বুলবুল আহম্মেদ হান্নান, সাংবাদিক মোঃ আবুল বাসারের উপস্থিতিতে খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি নক-আউট ভাবে চলে, আজ ৩য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর সোমবার সন্ধা ০৭:৩০ মিনিটে নওয়াপাড়া পৌরসভার ০৭নং ওয়ার্ড একতারপু শেখ জামাল মিনি স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনিস্টিউট বনাম টি-টি স্পোর্টিং ক্লাবের খেলাটি পুরো সময় জুড়ে টানটান উত্তেজনার মধ্য দিয়ে গোলশূন্য ভাবে শেষ হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনিস্টিউট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় মিঃ ডেবিট ১টি ও ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় ফখরুদ্দিন ১টি গোল করে। এছাড়াও উপস্থিত ছিলেন, সাদামাটা কফি হাউস ও শেখ জামাল মিনি স্টেডিয়ামের মালিক শেখ শাহাজামাল, খেলোয়ার কল্যাণের পক্ষে মোঃ শাওন হোসেনের নেতৃত্বে, টিম ম্যানেজার সোহাগের তত্বাবধান করেন,এছাড়াও প্রমুখ। সিরাজকাঠি খেলোয়াড় কল্যান ইনিস্টিউটের সভাপতি বুলবুল আহমেদ হান্নান বলেন, বিজয়ের ৫১ বছরে যে আনন্দ আমরা পেয়েছি এতে করে আমরা অনেক খুশি। এত সুন্দর একটি খেলা উপহার দিবে এটা আসলেই অবিশ্বাস্য, ভবিষ্যতে তারা আরো অনেক বড় বড় জায়গায় ম্যাচ খেলে জয় হবে এটাই আমরা আশাবাদী। টিম পরিচালক মোঃ শাহন হোসেন বলেন আমরা আজকের প্লেয়ার গুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে পেরেছি সকল প্লেয়ার চমৎকার খেলা উপহার দিয়েছে আমরা আশাবাদী চ্যাম্পিয়ন ট্রফি আমরাই জিতবো। ছুটির দিনে বিজয় দিবসের আনন্দ বাড়িয়ে উপোভোগ করতে নির্ধারিত সময়ের পূর্বে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে ছুটে আসেন সকল শ্রেণিপেশার মানুষ সহ প্রমিলা দর্শক, খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মোঃ পরাগ হোসেন, মীর মোস্তফা সম্পূর্ণ খেলাটির ধারাভাষ্যকারে ছিলেন মোঃ জোবায়ের হোসেন।
Copyright © 2024 দৈনিক পূর্ব দিগন্ত নিউজ ২৪. All rights reserved.